রংপুরের গঙ্গাচড়ায় এক অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে নানা দুনীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার গজঘন্টা হাই স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান শাহিন। গতকাল মঙ্গলবার ১১ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে নানা অনিয়ম-দুর্নীতি অসদাচরণের অভিযোগে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মচারীরা।
জানা গেছে, আক্তারুজ্জামান গঙ্গাচড়ায় গজঘন্টা হাই স্কুল ও কলেজের সহকারি প্রধান ছিলেন পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রিটার্ড করলে তিনি অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পায় এবং প্রায় আরাই বছর দায়িত্ব পালন করেন।
মানববন্ধনে বক্তা বলেন, অনৈতিক, অনিয়ম, দূর্নীতি ও বিভিন্ন সময় অসদাচরন করতেন। এমনকি প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা ছুটির কথা বললে কোন আবেদন দিতেন না, শিক্ষার্থীদের ফর্মফিল আপের সময় অতিরিক্ত বোর্ড ফি, প্রশংসা পত্র পেতেও অতিরিক্ত টাকা, এমনকি শিক্ষার্থীদের অর্জিত সার্টিফিকেটেরও স্বেচ্ছাচারিতার মাধ্যমে হিসাব দেখিয়ে টাকা আদায় করতেন।
তারা আরো বলেছেন, আক্তারুজ্জামান প্রতিষ্ঠানে প্রায় আড়াই বছর ধরে ছিলেন সেসময় তিনি শিক্ষার্থীদের সাথে অসৎআচরন, অভিভাবকদের সঙ্গেও খারাপ আচরণ এমনকি প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের সাথেও অসদাচরণ’সহ এমনি নানা দুনীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেন।
এ বিষয়ে কথা হয় গঙ্গাচড়ায় অভিযুক্ত সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান শাহিদ বলেন, আমিও কাল এসব মিথ্যাচারীদের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছি।
এ মানববন্ধনের বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ মানববন্ধনের বিষয়ে অবগত না, তবে সোমবার শিক্ষকরা আমাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের হিসাব ঘাটিয়ে দেখার জন্য।
এ বিষয়ে বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক জানান, মানববন্ধনের বিষয়ে আমি জানি না। প্রতিষ্ঠান চলাকালিন অবস্থায় হঠাৎ করে মানববন্ধনের প্রস্তুতি নেয়। সে সময় আমি মানববন্ধন না করার আহ্বান জানাই তবে না মেনে শিক্ষকরা মানববন্ধন করেন। তিনি আরো বলেন, শিক্ষকরা প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে আসার জন্য আহ্বান দেন এবং শিক্ষার্থীরা বেড়িয়ে এলে রুমে তালা দেয়।
উক্ত বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, আমার কাছে কোনো সারকলিপি প্রদান করেন নি, আমি এ মানববন্ধনের বিষয়ে অবগত না।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪১ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি