রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) গঙ্গাচড়া উপজেলা চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান,রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. জিনিয়া পারভিন,থেরাপি সহকারী হিমাংশু মন্ডল, টেকনিশিয়ান ২ জান্নাতুল মাওয়া লিচা , সমাজসেবক আবুল হোসেন ফটিক সহ প্রমুখ।
জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী আমেনা খাতুন। সামর্থ না থাকায় দিনমজুর বাবা আব্দুর রহমান তাকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেননি। সমাজের বিত্তশালীরাও তার পাশে দাঁড়ায়নি। তাই পরিবারের সদস্যদের সহযোগিতায় চলতে হতো। তবে এখন আর অন্য কারো বোঝা হয়ে থাকবে না। এখন আর কারোরই বোঝা মনে হবে না একাই চলতে পারবে বললেন তার বাবা আব্দুর রহমান।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল ওয়াহেদ। চেয়ারে বসতেই কেঁদে ফেলেন বলেন এটি আমার জীবনের সব থেকে সেরা উপহার।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি