গঙ্গাচড়ায় উপজেলা পরিষদ চত্ত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী গতকাল মঙ্গলবার বিকালে কৃষি মেলা-২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন ধিরেন চন্দ্র রায়, কৃষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
র্যালী ও আলোচনা সভা শেষে উপজেলার ৫৮ জন কৃষকে গৌরমতি আম গাছ ও মালটার চারা বিনা মুল্যে বিতরণ করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য যে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার কৃষি নির্ভর ও কৃষকদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে একদম তৃণমুল পর্যায়ে কৃষকরা যাতে ফলন বৃদ্ধি করতে পারে এবং কৃষকদের উৎপাদন মুখি করার লক্ষ্যে মানসম্পন্ন বীজ, সার, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সেচ সুবিধার ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করতেছে।
এসময়ে উপজেলার কৃষি সহকারী অফিসার ফরিদুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নার্সারীর মালিক, খামারি, উপকার ভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি