খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫জন। নিহতের নাম মফিজুল ইসলাম (২৬)।
আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় মফিজুল ইসলাম নামের এক যুবককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরো জানায়, নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার মধুমোল্লাডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় আহত ৫জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৯ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি