কেএমপির খুলনা সদর থানা পুলিশের অভিযানে খুলনা মহানগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী ২৫ (পঁচিশ) মামলার আসামী শেখ বিসমিল্লাহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, খুলনা মহানগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ বিসমিল্লাহ(৩৩), পিতা-মৃত শেখ আতিয়ার, মাতা-মোছাঃ রাজিয়া বেগম , ঠিকানা পশ্চিম টটুপাড়া ২নং ক্রস রোড, দারোগার বস্তি । তাকে ১৪/০২/২০২৪ তারিখ রাতে অফিসার ইনচার্জ, খুলনা সদর থানার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আব্দুল হান্নান মোল্যা, এসআই(নিঃ)/ মোঃ খালিদ উদ্দীন, এর সমন্বয়ে একটি চৌকস টিম খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে মামলা গুলো নিম্নরূপঃ
১। খুলনা থানার মামলা নং-০৯, তং- ১২/১১/১৩ , ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রæত বিচার) আইনের ৪/৫ ধারা,
২। খুলনা থানার মামলা নং-০২, তারিখ-০৩/০২/১৪ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(ক)/২৫,
৩। খুলনা থানার মামলা নং-১৮, তারিখ- ১৭/০৪/১৩ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)/২৫,
৪। খুলনা থানার মামলা নং-১৯, তারিখ- ১৪/০৪/১৩ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক)/২৫,
৫। খুলনা থানার মামলা নং-২৭, তারিখ- ২৬/০২/১৩ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ)/২৫,
৬। রূপসা থানার মামলা নং-০৮, তারিখ- ০৬/১২/১৩, ধারা-৩৯২/৫১১ পেনাল কোড,
৭। খুলনা থানার মামলা নং-১০, তারিখ- ০৫/০১/১২ , ধারা-১৪৩/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩৮০ পেনাল কোড,
৮। খুলনা থানার মামলা নং-৩৫, তারিখ- ২৭/০১/১০ , ধারা-৩৯২ পেনাল কোড,
৯। খুলনা থানার মামলা নং-৩৯, তারিখঃ-২৮/০৫/২০১৪, ধারা-৪৫৮/৩০২/১২০-বি/৩৭৯/৩৪ পেনাল কোড,
১০। খুলনা থানার মামলা নং-২৫, তারিখ- ১৯/০৫/২০১৪ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
১১। খুলনা থানার মামলা নং-২৭, তারিখ- ১৯/০৫/২০১৪ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
১২। খুলনা থানার মামলা নং-১১, তারিখ- ০৭/০৬/২০১৪ , ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইানের ১৯A,
১৩। খুলনা থানার মামলা নং-১২, তারিখ- ০৭/০৬/২০১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ২২(গ),
১৪। খুলনা থানার মামলা নং-৩৮, তারিখ-৩১/০৫/২০১৫ , ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ A,
১৫। খুলনা থানার মামলা নং-৩২, তাং-২৮/০৫/২০১৫ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড,
১৬। খুলনা থানার মামলা নং-১৫,তাং-১২/১২/২০১৫ ,ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮,
১৭। খুলনা থানার মামলা নং-০৬, তাং-০৪/০৯/২০১৫ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
১৮। খুলনা থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০১৬ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
১৯। লবনচরা থানার মামলা নং-০৬(৫)২০১৬,
২০। খুলনা থানার মামলা নং-২৭, তারিখ-২০/০৬/১৯ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক),
২১। খুলনা থানার মামলা নং-২০, তারিখ-১৫/০৪/২০২২, ধারা-৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড,
২২। খুলনা থানার মামলা নং-২১, তারিখ-১৩/০১/২০২২, ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,
২৩। খুলনা থানার মামলা নং-১৪, তারিখ-০৮/১০/২০২০, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,
২৪। খুলনা থানার মামলা নং-৩, তারিখ-০৮/১০/২০২২, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড,
২৫। খুলনা থানার মামলা নং-১, তারিখ-০১/০৮/২০২২, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৩ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি