রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের খারুভাজ বিলে এবার নতুন যুক্ত করা হলো বিনোদন পার্ক। যার নাম করন করা হয়েছে খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক। ১৫ জুলাই আজ শনিবার সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসক (ডিসি) ডঃ চিত্রলেখা নাজনীন ভিডিও কলের মাধ্যমে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে জেলা প্রশাসক উদ্বোধনের পর উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিলের সুবিধাভোগী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন এবং পার্কটি রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজঘণ্টা ইউপি সদস্য বকুলসহ অন্যান্য সদস্য, সুধিজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, প্রায় ১৮ একর সরকারি জমিতে রয়েছে বিল। যা খারুভাজ বিল নামে পরিচিত। ওই বিল সরকার মৎস্য চাষের জন্য লিজ দেয়। সম্প্রতি বিলের কিছু জায়গা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। গঙ্গাচড়ায় কোন বিনোদন পার্ক না থাকায় বিলটিতে মাছ চাষের পাশাপাশি একটি বিনোদন পার্ক করার পরিকল্পনা গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। তিনি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার দিকনির্দেশনা মোতাবেক ও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় খারুভাজ বিলে বিনোদন পার্ক তৈরি করছেন।
পার্কটি খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক নাম করন দেওয়া হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি