প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
করোনা মোকাবিলায় গঠিত কমিটি প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর বা সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উপর অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি তদারকি ও সমন্বয় করবে।
এছাড়া সিটি কর্পোরেশনগুলোর অধিক্ষেত্রে রেড জোন এলাকার জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্বসহ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবীকে সম্পৃক্ত করে সিটি কর্পোরেশনগুলো যে সমস্ত নাগরিক সেবা প্রদান করবে তা তদারকি এবং মনিটরিং করবে।
লকডাউন চলাকালীন সিটি কর্পোরেশন ও অনান্য সংস্থার কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এ বিষয়ে সিটি কর্পোরেশন থেকে প্রণীত খসড়া স্থানীয় সরকার বিভাগের গঠিত সেল চূড়ান্ত করবে।
করোনা মোকাবিলার বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার বিভাগের দফতর বা সংস্থার কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্বয়ও করবে গঠিত এই কমিটি।