উসমান ফাহিয়াজ পলাশ ,সিলেট প্রতিনিধি : সিলেট সুরমা ,কুশিয়ারা নদীতে কয়দিনের টানা বৃষ্টিতে বেড়েছে নদীর পানি | ফলে সিলেট জেলার সব নিম্নঅঞ্চল তলিয়ে গেছে পানির নিচে | হাওরের পানি বেড়ে প্লাবিত হচ্ছে শহরতলীয় সব গ্রাম্যঅঞ্চল |
বিভাগের সুনামগঞ্জ জেলার নদীর পানি বিপদসীমার ৪৬ সে.মি এবং যাদুকাটা নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রাস্তাঘাটসহ পানির নিচে তলিয়ে গেছে জেলার সব বাড়িঘর |রাস্তা ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা জানান, এই বর্ষা মৌসুমে সুনামগঞ্জে নদীর পানি এটাই সর্বোচ্চ বৃদ্ধি। ভারতের মেঘালয়-চেরাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় ৯০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার এবং এর আগের ৭২ ঘণ্টায় ২৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে, সুরমার সিলেট পয়েন্টে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে ৯৭ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।
নদীর সাথে সাথে হাওরের পানি বেড়ে গ্রাম অঞ্চলে দেখা দিয়েছে বন্যা | দুর্ভোগে পড়েছেন পথচারীসহ সাধারণ জনগণ |