মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের শুনানি শুরুর মাধ্যমে তার পতনের ক্ষণগণনা শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ শুনানি শুরু হয়েছে।
সিনেটে অভিশংসিত হলে পদচ্যুত হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিশংসন শুনানি শুরুর আগে বৃহস্পতিবার সিনেটে শপথ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। পরে তিনি শপথ বাক্য পাঠ করান সিনেটের ১শ’ সদস্যকেও।
পরে, এক বক্তব্যে সিনেটে সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা সিনেটরদের নৈতিক দায়িত্ব।
মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, এর আগে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে অভিশংসন প্রস্তাবটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবরিকান নেতা ম্যাককনেল আশা প্রকাশ করে বলেন, সিনেটররা দলীয় মানসিকতার ঊর্ধ্বে গিয়ে জাতির দীর্ঘমেয়াদি স্বার্থের কথা ভাববেন।
এদিকে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে একে পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিশংসন প্রস্তাবকে ডেমোক্র্যাটদের নির্বাচনে জয়ের অপকৌশল বলেও অভিযোগ করেন তিনি।
গেল মাসে নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। এবার সিনেটে অভিশংসিত হলে ক্ষমতাচ্যূত হবেন তিনি। এজন্য প্রয়োজন দুই-তৃতীয়াংশ সিনেটরদের ভোট। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান। হাসানুজ্জামান সাকী, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।