রিয়াল মাদ্রিদের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক, ধরা দিয়েছে আরো একটি শিরোপা। আরো একবার নিজেদের পরিচয় করিয়ে দিলো বিশ্বের সেরা ক্লাব হিসেবে, ক্লাব বিশ্বকাপ শিরোপা গেছে রিয়াল মাদ্রিদে। এই নিয়ে পঞ্চমবার ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ, তাদের থেকে বেশি এই শিরোপা জিততে পারেনি আর কোনো ক্লাব।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ৫-৩ গোলে জিতেছে রিয়াল। ক্লাব ফুটবলে এটি তাদের পঞ্চম শিরোপা। ভিনিসিউস ও ভালভারদে রিয়ালের হয়ে জোড়া গোল করেন, অন্যটি করেন বেনজেমা। অন্যদিকে, আল হিলালের হয়ে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েতা ও একটি গোল করেন মুসা মারেগা। রিয়াল মাদ্রিদ নিজের রেকর্ডই ভেঙেছে।
২০১৮ সালে হ্যাটট্রিক করার পথে গড়েছিল সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। শনিবার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ছাড়িয়ে যায় বার্সেলোনা তিন ট্রফির কীর্তি।
কার্লো আনচেলত্তির জন্যও এ দিনটি ছিল রেকর্ডের। কোচ হিসেবে তৃতীয়বারের মত এই শিরোপা জিতে তিনি স্পর্শ করলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালাকে। খেলার ৬৬ শতাংশ সময় রিয়াল বল দখলে রাখলেও সেরা সুযোগগুলো আল হিলালই তৈরি করে ভীতির সঞ্চার করেছিল।