ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ৪৭তম জন্মদিন আজ। ৪৮ বছরে পা দিলেন ক্রিকেটের মহানায়ক। তবে করোনার কারণে জন্মদিন পালন না করার আগেই ঘোষণা দিয়েছেন শচীন।
১৯৭৩ সালের এই দিনে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শচীন রমেশ টেন্ডুলকার। তার বর্নিল ক্রিকেট ক্যারিয়ারে পেয়েছেন সেঞ্চুরির সেঞ্চুরি। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট মিলিয়ে নিজের শততম সেঞ্চুরিটা করেন ঢাকায় বাংলাদেশের বিপক্ষে। তবে হাই স্কোরিংয়ের ঐ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
টেস্টে তার সেঞ্চুরি ৫১টি। আর ওয়ানডেতে আছে ৪৯টি শতক। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিকও শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে ডেব্যু হয় ১৯৮৯ সালে। আর ক্যারিয়ার শেষ করেন ২০১৩ সালে।