স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪ বছর পর আবার হ্যাটট্রিক করলেন। দলকে জেতালেন ৩-২ ব্যবধানে। এটি রেড ডেভিলদের হয়ে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক।
এর আগে ২০০৮ সালের জানুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে হ্যাটট্রিক পেয়েছিলেন রোনালদো। এ ছাড়াও ৩৭ বছর বয়সী তৃতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে একের অধিক গোল করলেন। এবারের হ্যাটট্রিকের মাধ্যমে ইতিহাসে নিজের নাম আবার নতুন করে লিখলেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন। অসাধারণ প্রথম গোলে অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেফ বিকানের সর্বোচ্চ ৮০৫ গোল স্পর্শ করেন। দ্বিতীয় গোলে রেকর্ড নিজের করে নিলেন। আর হ্যাটট্রিক গোলে নিজেকে নিয়ে গেছেন আরও উপরে।
উচ্ছ্বসিত রোনালদো নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান, ‘ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর আমার প্রথম হ্যাটট্রিকে আমি দারুণ খুশি। মাঠে নেমে গোল করা ও দলকে সহায়তার চেষ্টার করার অনুভূতির কোনও তুলনা হয় না। আমরা আবারও প্রমাণ করেছি, যতক্ষণ পর্যন্ত আমরা কঠোর পরিশ্রম করছি এবং একতাবদ্ধ থাকতে পারছি, নিজেদের দিনে যে কোনও দলকে হারাতে পারি আমরা। ম্যান. ইউনাইটেড কোনও সীমায় আবদ্ধ নয়। যতকিছুই হোক, এগিয়ে চলো ডেভিলস!’