মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: দারিদ্র্যের কষাঘাতে দূর্বিষাহ জীবনযাপন করছেন ৬৫ বছর বয়সী বিধবা নারী জায়েদা। ২৫ বছর আগে স্বামীর অকাল মৃত্যুতে বিধবা হয়েছেন তিনি। স্বামীর পরিবারের কেউ না থাকায় তিনি স্বামীর মৃত্যুর পরে বাবার বাড়িতে চলে আসেন।দরিদ্র পিতামাতা তাদের মেয়েকে রক্তের টানে দূরে ঠেলে না দিয়ে নিজ ভিটায় তুলে দিয়েছেন একটি ছোট্ট ঘর। বসবাসের ঘরটা তাও আবার ভাই করম আলীর জায়গায়। কিন্তু তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানোর কেউ নেই তার।
জায়েদা মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের ১নং ওয়ার্ডের বিলকান্দা আলগাবাড়ীর করম আলীর বোন। দরিদ্র পরিবারের এই বিধবা নারীর কোন ছেলে মেয়ে নাই।
জানতে চাইলে জায়েদা ডিজিটাল বাংলা নিউজ কে জানান, একটি বিধবা ভাতার কার্ডের জন্য ২৫ বছর অপেক্ষায় রয়েছি। কেউ একটু খোঁজ নিয়েও দেখেনি।
জায়েদার অসহায় ভাই করম আলীর সঙ্গে কথা বলে জানা যায়, এই রোগের জন্য অনেক টাকা খরচ করতে হবে। এত খরচ আমাদের পক্ষে বহন করা অসম্ভব।ফলে জায়েদার চিকিৎসা চালানো আমাদের পক্ষে সম্ভব না।
এমতাবস্থায় জায়েদার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তিনি।