বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই থেকে জানা যায়, মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছেন সবাইকে।
গত মাসের ১০ আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী। এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। এরপর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ করেন চিকিৎসকরা। তবে ১ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এ শিল্পী। টানা ২০ দিন এভাবে চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন জনপ্রিয় এ কৌতুক অভিনেতা।
উল্লেখ্য, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে দর্শকদের মন মাতিয়েছিল রাজু শ্রীবাস্তব। কমেডি নাইটস, বিগ বস, নাচ বালিয়ের মতো জনপ্রিয় টিভি শোতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। মূলত ‘হাসির রাজা’ হিসেবে খ্যাত এই অভিনেতা কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসাতেন।