কোয়ারেন্টাইন শেষে স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে আজ বিকেলে ভারত থেকে দেশে ফিরছেন ২৩ বাংলাদেশি। বাংলাদেশ
সরকারের আর্থিক সহায়তায় তাদের দেশে আনা হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) ওই বাংলাদেশিদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে,
তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয়।
ওই দলে থাকা এক শিক্ষার্থী জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারত বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন
ভারতীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশিদেরও চীনের উহান থেকে সরিয়ে নেয়া হয়েছিল। তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।