কোরবানি হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প। থাকছে মাফিয়া ডন টাইগারও। ভড়কে যাবেন না। ক্রেতা আকর্ষণে এমন সব নামেই হাটে আসছে কোরবানির পশুগুলো। ১৫ থকে ২৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব আকর্ষণীয় গরু। তবে শুধু আকর্ষণ আর বাহারি রঙ-চং দেখেই নয়, গরুর সুস্থতা নিশ্চিত করেই কেনার পরামর্শ পশু বিশেষজ্ঞদের।
পাবনা থেকে রাজধানী বসিলা হাটে এসেছে টাইগার। এক নজর দেখতে তাই বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে।
২৫ লাখ টাকা দাম হাঁকানো টাইগারটি বড় করেতে সময় লেগেছে পাঁচ বছর। তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ গরুর কর্তা।
হেলে দুলে নিজের ভঙ্গিতে হাঁটাচলা পছন্দ ডনের। কোরবানির হাটে খুব শিগগিরই দেখা মিলবে তার। তার দেখাশোনায় কোনো কমতি রাখছেন না পরিচর্যাকারীরা।
কৃষি গবেষক নজরুল ইসলাম বলেন, গরু কেনার আগে প্রথমে দেখতে হবে গরু দেশি কিনা। দ্বিতীয়ত দেখতে হবে তার অঙ্গ-পতঙ্গ ঠিক আছে কিনা।