বিনোদন ডেস্কঃ সিলেটের বন্যার্তদের সহায়তায় বিনোদন জগতের অনেকেই এগিয়ে এসেছেন। আর এবার ঢালিউডের তারকা অনন্ত জলিলও পাশে দাঁড়ালেন সিলেটের বন্যা কবলিতদের। গতকাল শনিবার (১৮ জুন) এক ভিডিও বার্তায় কোরবানির টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে ঘোষণা দেন এই অভিনেতা।
প্রতিবছর প্রায় ১০- ১২ টা গরু কোরবানি দেন তিনি। কিন্তু এ বছর ১০-১২টা গরুর জায়গায় মাত্র ১টি বা দুইটি গরু কোরবানি দিয়ে বাকি টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে এমন দুর্যোগে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেব। এ কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব। শুধু কোরবানির টাকাই না আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বন্যার্তদের সাহায্য পাঠানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। সেই সঙ্গে বানভাসি মানুষদের জন্য একটি তহবিলও গঠন করেছেন তিনি।