স্বদেশ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও জিএমকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ প্রতারণার মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের।
আটকরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল কবির ও জিএম শফিকুল ইসলাম। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে নকল হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীও উদ্ধার করা হয়।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৩ এর সহযোগিতায় মতিঝিলে মধুমিতা সিনেমা হলের বিপরীতে সমবায় ব্যাংক ভবনের পঞ্চম তলায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, স্বদেশ কর্পোরেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটি জামানতের বিপরীতে গ্রাহককে লাভ দেয়ার কথা বলে সারাদেশে তাদের ২২টি শাখার মাধ্যমে ৪ থেকে ৫ হাজার গ্রাহকের কাছ থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে।
কিন্তু তারা লভ্যাংশ না দেয়ায় গ্রাহকরা প্রতিবাদ করলে তাদের চেক দেয়া হয়। তাদের ব্যাংক অ্যাকাউন্টে গত দুই বছর ধরে কোনো টাকা না থাকায় সব চেকই ডিজঅনার হয়। আটকের সময় ওই প্রতিষ্ঠান থেকে নকল হ্যান্ড স্যানিটাইজারও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আটকরা তাদের দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল কবিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হবে।