রওশন এরশাদই হবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। জানালেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদই এই পদের যোগ্য। এ বিষয়ে রওশন এরশাদ আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান চুন্নু।অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগ দানের জন্য মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন। এ নিয়ে দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।অবশ্য পাল্টাপাল্টি চিঠির বিষয়ে গণমাধ্যমকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) বিকেলে জাপা চেয়ারম্যান জিএম কাদের নিজেকে বিরোধীদলীয় নেতা করার দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্পিকারকে চিঠি দেন। কাজী ফিরোজ রশীদসহ দলের পাঁচজন সংসদ সদস্য ওই চিঠি স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। অপরদিকে ওই চিঠি গ্রহণ না করার অনুরোধ জানিয়ে বুধবার বিকেলে রওশন এরশাদ স্পিকারকে পাল্টা চিঠি দেন। স্পিকারের হাতে চিঠিটি পৌঁছে দেন দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। অবশ্য এই চিঠিতে স্পিকারের কাছে জিএম কাদেরের চিঠি দেয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।