বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরায় দলটির সমাবেশ শুরু হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে কেরানীগঞ্জে শুরু হয়েছে এই সমাবেশ। সরকার পতনের একদফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে কেরানীগঞ্জে বিএনপির এই প্রথম সমাবেশ হচ্ছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর তিনটা দিকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিনজিরা পার্টি অফিসের আশপাশে জড়ো হতে শুরু করেন। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলেন, তারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনড় থাকবেন। সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
স্থানীয় মৎস্যজীবী দলের নেতা আবদুর রহিম বলেন, ‘এক দফার এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন করব।’ সবাইকে একসঙ্গে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর বলেন, বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। প্রধান অতিথি আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম