টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুদিন পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে থাকেন। এবার ভুল ইংরেজি বানান লিখে নেটিজেনদের ট্রলের শিকারে পরিণত হয়েছেন শুভশ্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল।’ আর এতে তাঁর অভিনয় দেখে অতি বড় নিন্দুকও প্রশংসা করতে বাধ্য হয়েছে। বিশেষত বৃদ্ধা ইন্দুবালার চরিত্রটি এত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি, যে শুভশ্রীকে বাহবায় ভরিয়েছেন নেটিজেনরা।
এদিকে ইন্দুবালার সাফল্য উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করেছিলেন নির্মাতারা। কালো গাউন এবং নো মেকআপ লুকে এদিন দেখা মেলে শুভশ্রীর। কিন্তু গণ্ডগোল বেঁধেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট নিয়ে। সাকসেস বানানটাই ভুল লিখেছেন তিনি। আর সেটা নেটিজেনদের চোখে পড়তেই শুরু হয়ে গিয়েছে ট্রলিং।
নেটিজেনদের একজন লিখেছেন, সাকসেসের মতো সোজা বানানটাও লিখতে জানেন না শুভশ্রী! আবার আরেকজন জ্ঞান দিয়েছেন, ইংরেজি গ্রামার ঠিক মতো পড়েননি বোধহয় তিনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রসঙ্গত, এর আগেও ইংরেজি বলা বা লেখা নিয়ে ট্রলের মুখে পড়েন শুভশ্রী। ওয়ার্ল্ড কাপকে ‘ওয়ার্ল্ডস কাপ’ বলে বা ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান