আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চারটি আসনে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। সদর উপজেলাসহ ৯টি উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের বাক্সসহ আনুষঙ্গিক সরঞ্জাম।
তবে ব্যালট পেপার আগামীকাল রবিবার ভোরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। এদিকে, দুর্গম চরাঞ্চলের ২৪ ভোট কেন্দ্রে আজ শনিবার ব্যালট পেপার পাঠানো হয়েছে।
ফরিদপুর জেলার ৪টি আসনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানিয়েছেন, ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৬৫৪টি। এরমধ্যে ৫৫টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী ও র্যাব টহলে থাকবে। এছাড়া, চারটি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন জজ দায়িত্বে থাকবেন।
এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরার ১, ৩ ও ৪ আসনের নির্বাচনি সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শনিবার সকালে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম ভুঁইয়া বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। কাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম