কেনিয়া-উগাণ্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২১ আরোহী। এতে আরও ৪৯ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের সূত্রে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ জানিয়েছে, এমবালে শহর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিলো বাসটি। কিন্তু উগান্ডার সীমান্তচৌকি পার হওয়ার পরই হয় দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে প্রচণ্ড গতিতে চলছিলো বাস। চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই বাসটি পাশের খাদে পড়ে যায়। নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক এবং ৮ জন উগান্ডার বাসিন্দা।
আফ্রিকার অঞ্চলটিতে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন এবং কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করছে উগান্ডা সরকার। দেশটির পুলিশের তথ্য অনুসারে, বেপরোয়া গতির কারণে বছরের প্রথম তিন দিনেই ১০৪টি ছোট-বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আহতের সংখ্যা ১১৪।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন