বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের আইপিএল অভিষেক খারাপই হয়েছে বলা যায়। মাত্র একটি ম্যাচ খেলেই কেকেআর শিবির থেকে বিদায় নিতে হয়েছে। পরিবারের এক সদস্যের অসুস্থতার জন্য আইপিএল-এর মাঝপথেই জরুরি ভিত্তিতে কলকাতা থেকে ঢাকা ফিরে যান লিটন দাস। কিন্তু একটি সংবাদমাধ্যমে কেকেআর এর উইকেটকিপার-ব্যাটারের আইপিএল ছেড়ে যাওয়া নিয়ে ভুয়ো খবর প্রকাশ করা হয়েছে। আর এতে ক্ষুব্ধ হয়েছেন লিটন দাস।
ওই ভুয়ো খবরের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিবারের কারও অসুস্থতা নয়, স্ত্রীর সঙ্গ পাচ্ছিলেন না বলেই দেশে ফেরেন লিটন।
তবে এই প্রতিবেদনের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় লিটন লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক, আপনাদের উপর পূর্ণ সম্মান রেখেই বলছি, আপনারা দয়া করে কোন কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি মিথ্যা! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি’র জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন না। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানু্ষের সামনে তুলে ধরুন।’
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় আইপিএল-এর শুরুর দিকে কেকেআর শিবিরে যোগ দিতে পারেননি লিটন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে কলকাতায় আসেন লিটন। আইপিএল-এ লিটনের অভিষেক হয় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ রান করেন লিটন। এরপর উইকেটকিপিংয়ের সময় একাধিক ভুল করেন তিনি। এর জন্য সোশ্যাল মিডিয়ায় যেমন তিনি আক্রমণের মুখে পড়েছেন, তেমনই দল থেকেও বাদ পড়েন লিটন। এরপর গত ২৮ এপ্রিল দেশে ফিরে যান বাংলাদেশের এই ক্রিকেটার।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি