পৃথিবীজুড়েই চলছে করোনাভাইরাসের তাণ্ডব। বাংলাদেশেও এর প্রভাব বিরাজমান। মানুষ এখন অনেকটা গৃহবন্দী। এরইমধ্যে দেশে চলছে বোরো ধান কাটার মৌসুম। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কট চাষিরা। তাই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ।
বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
তিনি জানান, কৃষকের ধান কেটে দিতে দেশের দশটি অঞ্চলে চালু করা হয়েছে হটলাইন নম্বর। যেখানেই শ্রমিক সঙ্কট দেখা দিবে সেখান থেকে হটলাইনে যোগাযোগ করলে সেখানে পৌঁছে যাবে কৃষকলীগের টিম।
এছাড়া কৃষকলীগের ১০০ জনের একটি রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি সমীর চন্দ।
শুধু শ্রমিক সংকট নয়, কৃষি এবং ধান কাটাসহ কৃষকরা যে কোন সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারবেন কৃষকলীগের সভাপতি ও সম্পাদকের সাথে।