কুড়িগ্রাম প্রতিনিধিঃ চাকুরী জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবীতে কুড়িগ্রামে ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার (১৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী ধরে এই মানববন্ধনে ৯ টি উপজেলার ইউনিয়ন ভুমি অফিস সমুহে অস্থায়ী ভিত্তিতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী আসমা খাতুন, প্রথম আলোর সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মুস্তাফিজ প্রমুখ।
বক্তারা পরিচ্ছন্নতাকর্মীদের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের অফিসে থাকতে হয়। এজন্য তারা বিকল্প কোন কাজও করতে পারেন না। একজন দিনমজুর গ্রামাঞ্চলে যখন ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা মজুরি পান তখন একজন পরিচ্ছন্নতাকর্মী কে দিনে মাত্র ১০০ টাকা দেয়া হয়। অর্থাৎ তাদের প্রতি মাসে মাত্র ৩০০০ টাকা প্রদান করা হচ্ছে।
বাজারে পণ্য-সামগ্রীর অগ্নিমূল্যের সময় এসব পরিবার তাদের সন্তান-সন্ততিদের নিয়ে চরম বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণ করে এই বেতন বৈষম্যের হাত থেকে তাদের রক্ষার দাবি জানান। শুধুমাত্র চাকরি জাতীয়করণ ও ডাল-ভাতের নিশ্চয়তা বিধান করতেই আজ তাদের এই মানববন্ধন বলে তারা দাবি করেন।