সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের স্কুল কমিটি ও প্রধান শিক্ষককে স্কুলের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চাঁদা ও নানাভাবে হুমকি ধামকির অভিযোগ উঠেছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, কিছু নামধারী যুবলীগ ও সাবেক ছাত্রলীগের অসাধু নেতারা এই চাঁদা দাবি করে আসছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের জনৈক এক ব্যাক্তি জানান, গত ২ তারিখে জাতীয় দৈনিক ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় নিউজের মাধ্যমে আমরা মোগলবাসা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে শূন্য পদের অফিস সহায়ক ও একজন আয়া পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি। আর এই নিয়োগের জন্য ৭টি আয়া পদে ও ১০টি অফিস সহায়ক পদে স্থানীয় জনগন আবেদন করেন।
পরে আমরা স্কুল কমিটির সকল সদস্য সহ স্কুলের হেড মাস্টারকে ও স্কুলের সকল শিক্ষক সহ আলোচনা পূর্বক আমরা যখন স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি গ্রহণ করি ঠিক তখনি স্কুল কমিটির সদস্য আশরাফুল আলম আশা ও মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী শ্রী স্বপন কুমার টাকার জন্য আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে তারা বলে আমাদেরকে টাকা দিলে নিয়োগ হবে আর না দিলে আপনারা নিয়োগ দিতে পারবেন না।
সুত্রে আরো জানা যায়, এরা কুড়িগ্রামের কিছু যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে এই চাঁদা দাবি ও নানা প্র্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। তারা বলেন আমাদেরকে চাঁদা না দিলে আমরা কোনো নিয়োগ হতে দিবো না, আমরা যুবলীগ করি কুড়িগ্রামে আমাদের যুবলীগ নেতা মোঃ আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোঃ নাজমুল ইসলাম আছে। আমাদের ও আমার কুড়িগ্রামের নেতাকে পকেট ভরে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, তারপর নিয়োগ দিতে পারবেন । তাই স্কুল কমিটি ও শিক্ষকগন কোনো কুল না পেয়ে বিষয়টি মিডিয়াতে প্রকাশ করতে বাধ্য হয়।