অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালুবাহী ট্রাকের চাপায় তাজুল ইসলাম (৩৫) নামের ১ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধা সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বালুবাহী ট্রাক ও চালক বাবু মিয়া (৩৫) কে পুলিশ আটক করেছে।
নিহত তাজুল পার্শ্ববর্তী চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বড়চর গ্রামের জাফর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি হলে পেছন থেকে কুড়িগ্রামগামী একটি বালুবাহী বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯৮৭৩) ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোযাত্রী তাজুল ইসলাম মারা যান।
পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অটোরিকশার যাত্রী মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও অটোচালক আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়াও আব্দুল ওহাব (৫৫), ওবায়দুল (৫০) ও তাজমীম (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, গুরুতর আহত দুজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চালক বাবু মিয়া ও বালুবাহী ট্রাকটি আটক করা হয়েছে।