অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি কারখানায় কাজ ভাগাভাগির জেরে বাঈজিদ ইসলাম বাপ্পী (২৪) নামে এক যুবক অপর শ্রমিকের কাঁচির আঘাতে খুন হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে বাপ্পীর সহকর্মী খোকন মিয়ার (৩২) সাথে কথা কাটাকাটির জেরে এ খুনের ঘটনা ঘটে।
নিহত বাপ্পী কুড়িগ্রাম পুরাতন রেল স্টেশন সংলগ্ন চৌধুরীপাড়া এলাকার খাদেম আলীর ছেলে। বাপ্পী কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পৌরসভাধীন জলিল বিড়ি কারখানার অভ্যন্তরে কাজ ভাগাভাগি নিয়ে দুই শ্রমিকের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে বিড়ি শ্রমিক খোকন মিয়া টিস্যু কাটার কাঁচি দিয়ে বাঈজিদ ইসলাম বাপ্পীর ঘাড়ে আঘাত করে। এতে গুরুতরভাবে জখম হয় বাপ্পী। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর পলাতক আসামী খোকন মিয়াকে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। সে পৌরসভাধীন সওদাগরপাড়া মাটিকাটা মোড়ের বোবা নজরুল ওরফে নজির হোসেনের ছেলে। বাপ্পীর মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মরচুয়ারীতে সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে নেয়া হয়েছে।