অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাত্র এক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাওরিয়া চরগ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ী, দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন বিধ্বস্ত হয়েছে। রোববার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্রহ্মপুত্র নদ অধ্যুষিত এই চরগ্রামে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে।
চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম জানান, মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে চরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, ঝড়ে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একই এলাকার অধিবাসী রবিঠাকুর, শাহ পরান, পারভেজ আলী, ইনসাফ আলী, শফিকুল ইসলাম ও দুলাল মিয়াসহ ৫০টি পরিবারের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের আধাপাকা একাডেমিক ভবন।
দক্ষিণ খাওরিয়া গ্রামের অধিবাসী দেলোয়ার হোসেন মাস্টার জানান, ফজরের নামাজের পর হঠাৎ করে উত্তর দিক থেকে গন্ধযুক্ত গরম বাতাস বয়ে আসতে শুরু করে। এরপর বয়ে আসা বাতাস ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মিনিটখানেকের মধ্যে বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডভন্ড করে দেয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।