কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন, ১৯ রাউন্ড গুলি, ১৪টি ককটেল ও দেশিয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। দীর্ঘ এই অভিযানে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ও আটক করা হয়।
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন-দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করীম বিশ্বাসের ছেলে স্থানীয় ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, তার ভাই নজরুল করীম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল আলম সোহাগ ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সায়েদ আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করীম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ২টি পিস্তল ও ২টি ম্যাগাজিন ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জহুরুল করীম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জিমি করিম বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। জিমি করিম বিশ্বাসের দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী তার চাচাতো ভাই আশরাফুল আলম সোহাগের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি তল্লাশী চালিয়ে ১টি একনলা দেশি বন্দুক ও ৯টি ককটেল উদ্ধার করা হয়। পরে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সায়েদ আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি শর্টগান ও বিপুল পরিমানে দেশিয় অস্ত্রসহ (ছুরি, হাসুয়া, রামদা) জাহাঙ্গীরকে আটক করা হয়।
পরে একই গ্রামের মো: মনার ছেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১টি শর্টগান ও ৫টি ককটেল উদ্ধার করা হয়। এর আগে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাজ্জাক বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
শুক্রবার দুপুরে উদ্ধারকৃত গোলাবারুদসহ আটককৃতদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, দেশব্যাপী আইনশৃংখলার উন্নয়ন ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে যৌথবাহিনী (সেনাবাহিনী-পুলিশ) এ অভিযান চালায়। আইন শৃংখলার উন্নয়নে এই অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৫ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি