তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গত ২০ দিন ধরে সার নেই। সারের জন্য এক ধরনের হাহাকার চলছে। আশপাশের ইউনিয়ন থেকে কেউ কেউ সংগ্রহ করছেন। সেখানে প্রতি কেজিতে আবার ২-৫ টাকা বেশী।কৃষি অফিস বলছে সারের কোনো সংকট নেই। কিন্তু বাস্তবের সাথে এই দাবির মিল নেই।
সোমবার সকালে হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামে গেলে এই চিত্র পাওয়া যায়। অনেক কৃষকের অভিযোগ সংশ্লিষ্টদের ব্যর্থতার কারণে আমরা সার পাচ্ছি না।
হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের মোবারক আলী জানান, গত ১৯ জুন থেকে সার পাচ্ছি না।আউশে সার দিতে পারিনি। এখন রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে পরে পাশের টিলাগাঁও ইউনিয়নের ডিলার সৈয়দ আলীর কাছ থেকে ১৮ টাকা কেজি দরে ৭ কে জি সার এনেছি।
কটারকোনা বাজারের কৃষক আরশ্বাদ আলী জানান, ১৮ টাকা করে সার সংগ্রহ করেছি।
হাজীপুর ইউনিয়নের সারের ডিলার হেদায়েত উল্ল্যা ডিজিটাল বাংলা নিউজ ডট কম কে জানান, গত ২৬ জুন আমি সারের চালান জমা দিয়েছি এখনো সার পাইনি।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতিবেদক’কে বলেন, কুলাউড়ায় সারের কোনো সংকট নেই। তবে বিষয়টি জানান, খতিয়ে দেখছি।