তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে একটি দলের অভিযান পরিচালনা করা হয়। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপি অন্তর্গত চাতলাপুর এলাকার শমসেরনগর টু চাতলাপুর রোডের দক্ষিণ পার্শ্বে বাউরীটিলা গ্রামে যাওয়ার সময় রাস্তা হইতে মাদক ব্যবসায়ী উত্তম দাস (২২)কে ১২৭৫ লিটার চোলাই মদ সহ আটক করা হয়।
জানা যায়, শরীফপুর ইউপি তিলকপুর গ্ৰামের রাধা কৃষন দাসের ছেলে উত্তম দাস। উত্তম দাসকে গ্রেফতার করিয়া আসামীর হেফাজতে থাকা ১৫টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে ভর্তি করা সর্বমোট ১২৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করা হলে জানান, আসামী উত্তমের বিরুদ্ধে কুলাউড়া মামলা নং-১৫(০৯)২১ দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বি,দ্রঃ কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে আগামী দিন গুলোতেও।