মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে পৌর শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত মানববন্ধনে সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহণ করে।
ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল ইসলাম শামীম, বর্তমান সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবুল কালাম, ফরহাদ আহমদ, আব্দুল মুক্তাদির জায়েদ, সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত মেলার কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মেলাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।
এ ছাড়া মানববন্ধনে আগামী দুইদিনের মধ্যে মেলার কার্যক্রম বন্ধ করা না হলে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে দুই ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সমিতির সহ-সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক এম ফয়েজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতিসহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক ও মেম্বারসহ বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই বলেন, শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে জানুয়ারি মাস থেকে মাসব্যাপী মৌলভীবাজার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীর পক্ষে শিল্প ও পণ্য মেলার কার্যক্রম শুরু হয়- এ সংবাদে বাজারের ব্যবসায়ীরা ফুঁসে উঠে।
ইতিমধ্যে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা গত ১৫ ডিসেম্বর নির্বাহী অফিসার (ইউএনও) সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কতৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু স্মারকলিপি প্রদানের পরও মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ায় ও গত ২১ ডিসেম্বর মৌলভীবাজারের পুলিশ সুপার মেলার কার্যক্রমের উদ্বোধন করায় ক্ষুদ্ধ ব্যবসায়ীরা আজ রবিবার সকালে ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পুনাক এটি সরকার কর্তৃক পরিচালিত মেলা। এই মেলা প্রতিবছর জেলার বিভিন্ন উপজেলায় আয়োজন করা হয়। গতবছর মৌলভীবাজার সদরে মেলাটি হওয়ায় এবার কুলাউড়ায় করা হচ্ছে। এই মেলায় তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। সকলের সহযোগীতায় সুন্দর হয়ে উঠতে পারে মেলা প্রাঙ্গণ।