মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। বুধবার (১৫ই জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ও যুব সমাবেশের বর্ণাঢ্য র্যালির শোভাযাত্রা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
তিনি তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিপাদ্যকে সামনে রেখে বলেন, দেশ থেকে মাদকমুক্ত, দুর্নীতি, সকল অবিচার-অনাচার দূর করে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ার কাজে আজকের তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. রেদোয়ান খাঁন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, এনজিও প্রতিনিধি আব্দুস সামাদ সোহেল ও মুক্তারানী দেব প্রমুখ।
সভাশেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর এলাকার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২২শে রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৯ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি