তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৫০ শয্যা হাসপাতালে গত ৪৮ ঘন্টায় ৯ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে হাসপাতালের করোনা টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (১৮ জানুয়ারি) করোনা টেস্টের প্রাপ্ত ফলাফল অনুসারে ৬৫ জনের মধ্যে ১৭ জন করোনা পজিটিভ আসে। এরমধ্যে হাসপাতালের কর্মকর্তা ৫ জন।
হাসপাতালের যেসকল কর্মকর্তা আক্রান্ত হয়েছেন তারা হলেন ডা: সুরভী সেন, এমটিইপিআই মো: আপ্তাব উদ্দিন, এসআই মো: জসিম উদ্দিন, পরিসংখ্যানবিদ মো: তোফাজ্জল আলী, ফার্মাসিস্ট সুমন দাস, স্টোর কিপার সুদীপ্ত দে, পরিচ্ছন্ন কর্মী রুনা বেগম, নার্স (পুরুষ) মো: সোহেল মিয়া, অফিস সহায়ক মনসুর মিয়া।
এ বিষয়ে কুলাউড়া আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের বাদ দিয়ে বিকল্প ব্যবস্থায় করোনা টিকাদান কার্যক্রম চালু আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা এলেই পরবর্তী করণীয় নির্ধারণ হবে বলে জানান।