কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর-আনাদোলু।
আজ বুধবার (১২ জুন) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, মানগাফের ওই ভবনটি শ্রমিকদের আবাসিক ভবন ছিল। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আনাদোলু জানিয়েছে, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের ফরেনসিক এভিডেন্সের পরিচালক মেজর জেনারেল আইদ রশিদ উভেহান বলেছেন-প্রাথমিক অনুসন্ধান অনুসারে, মানগাফ অঞ্চলের দুটি ভবনে আগুন লেগে ৩৫ জন প্রাণ হারিয়েছে এবং ১৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তবে আহতদের মধ্যে ৪ জন মারা গেছেন।
উভেহান আরো উল্লেখ করেছেন, সিভিল ডিফেন্স এবং মেডিকেল দল ১১ জনকে জীবিত উদ্ধার করেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যে দুটি ভবনে আগুন লেগেছিল সেখানে অনেক বিদেশি শ্রমিক ছিল।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি