কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল-সাবাহর ইন্তেকালে ১৮ ডিসেম্বর সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।’
এ উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফেরাতের কামনায় আগামী সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের মারা যান। শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন। এর আগে তার ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ দেশটির আমির ছিলেন। তিনি ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান। তারপর নওয়াফ কুয়েতের আমির হোন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম