মোঃ খোরশেদ আলম (মুরাদনগর প্রতিনিধি) ঃ
“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে কুমিল্লা মুরাদনগরের ঐতিহ্যবাহী গুনজর সমিতির মাঠে শনিবার রাতে জমকালো আয়োজনে ৬ষ্ঠ তম নাইট ম্যাচ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গুনজর সুপার কিংস ১-০ গোলে গুনজর আদর্শ ক্লাবকে পরাজিত করে,গুনজর সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছিল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা -৩ মুরাদনগরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন ( এফসিএ) মহোদয়।
কিন্তু মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন ( এফসিএ) মহোদয়ের অনুপস্থিতিতে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগন্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সফল ভিপি, মুরাদনগর উপজেলা ছাএলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা ছাএলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৪ নং পূর্ব নবীপর ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের। তিনি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন ( এফসিএ) মহোদয়ের পক্ষ থেকে বিজয়ী দলকে ১০,০০০ টাকা এবং রানারআপ দলকে ৫,০০০ টাকা প্রদান করেন।
ফাইনাল খেলায় সভাপতি হিসাবে উপস্থিত কথা ছিল আলহাজ্ব মোখলেছুর রহমান কিন্তু উনার অনুপস্থিতিতে ফাইনাল খেলায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব কবির আহমেদ সাহেব।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হেলাল উদ্দিন (মজনু)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ নং পূর্ব নবীপর ইউনিয়নের সদস্য আবুল কালাম আজাদ, মোঃ লিল মিয়া, গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির প্রভাবশালী সদস্য ইকবাল হোসেন শিবির, কোম্পানীগন্জ বদিউল আলম উচচ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রভাবশালী সদস্য মোঃ কাজল সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
জমকালো আয়োজনে ৬ষ্ঠ তম নাইট ম্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলাটির উদ্বোধন করা হয়েছিল।
খেলাটির উদ্বোধন করেন ১৪ নং পূর্ব নবীপর ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের।
খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলাটি বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে উপভোগ করেন।