বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়ার্স। দলীয় ৬৮ রানে অলআউট হয়ে মোহাম্মদ নবীর দল।
এর আগে, কুমিল্লার দেওয়া ১৭৪ রানে টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে রংপুর রেঞ্জার্স। ইনিংসে দুই অঙ্কের দেখা পেয়েছেন ৩ ব্যাটসম্যান। ক্রিজে এসে ইনিংস বড় করতে পারেননি রংপুর কোনো ব্যাটসম্যানই। একে একে সবাই প্যাভিলিয়নে ফিরে যা। দলে হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাইম। আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ করেন ২ ছ’য়ে করেন ১৩ রান।
কুমিল্লার হয়ে বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন মো. আল-আমিন। ১৪ রানে নেন ৩ উইকেট। দুইটি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও সৌম্য সরকার। একটি করে উইকেট পেয়েছেন মুজিবর ও আবু হায়দার রনি।
স্কোর:
রংপুর রেঞ্জার্স- ৬৮/১০ (ওভার ১৪)
মোহাম্মদ শেহজাদ ১৩ (৮)
মোহাম্মদ নাইম ১৭ (২৪)
জহুরুল ইসলাম অমি ৫ (৫)
ফজলে মাহমুদ ১ (২)
লিউস গ্রেগরি ০ (১)
মোহাম্মদ নবী ১১ (১০)
সঞ্জিত শাহা ০ (২)
জুনায়েদ খান ০ (২)
মোস্তাফিজুর রহমান ৮* (১২)
জাকির হাসান ০ (০)
মোহাম্মদ নাইম ১৭ (২৪)
জহুরুল ইসলাম অমি ৫ (৫)
ফজলে মাহমুদ ১ (২)
লিউস গ্রেগরি ০ (১)
মোহাম্মদ নবী ১১ (১০)
সঞ্জিত শাহা ০ (২)
জুনায়েদ খান ০ (২)
মোস্তাফিজুর রহমান ৮* (১২)
জাকির হাসান ০ (০)
বোলার:
মুজিবুর-উর-রহমান ৩-০-৭-১
আবু হায়দার রনি ২-০-১৯-১
আল আমিন ৩-০-১৪-২
দাসুন শানাকা ১-০-৬-০
সৌম্য সরকার ২-০-১২-১
সানজামুল ইসলাম ১-০-২-১
সাব্বির রহমান ১-০-৪-০
মুজিবুর-উর-রহমান ৩-০-৭-১
আবু হায়দার রনি ২-০-১৯-১
আল আমিন ৩-০-১৪-২
দাসুন শানাকা ১-০-৬-০
সৌম্য সরকার ২-০-১২-১
সানজামুল ইসলাম ১-০-২-১
সাব্বির রহমান ১-০-৪-০
ফল: ১০৫ রানে জয়ী কুমিল্লা ওয়ারিয়র্স।