মোঃ খোরশেদ আলম(মুরাদনগর প্রতিনিধি)ঃ
আর মাএ কয়েক দিন বাকী।২০ জুন শুরু হতে যাচেছ কুমিল্লা জেলার ইজতেমা। সমস্ত মানুষ কিভাবে আল্লাহ কে রাজি খুশি করে ও নবীজীর পরিপূর্ণ সুন্নত মেনে জান্নাতে যেতে পারে, সে ফিকিরে দাওয়াত ও তাবলীগের সাথীরা আয়োজন করতে যাচেছন কুমিল্লা জেলা ইজতেমা। এবার কুমিল্লার ইজতেমাটি তাবলীগের মুরুব্বীদের পরামর্শক্রমে হতে যাচেছ মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। ২০ জুনের আগেই ইজতেমার মাঠের সকল কাজ সম্পূর্ণ হবে বলে তারা আশাবাদী।
ইজতেমাটি সফল করার জন্য ১৪ নং নবীপুর(পূর্ব) ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের সোমবার তার ইউনিয়নের সকল পেশা শ্রেনির লোকদের নিয়ে একটি বর্ধিত সভার আয়োজন করেন উক্ত সভায় তিনি বলেন যেহেতু ইজতেমাটি আমার ইউনিয়নে হচেছ ইজতেমাটি সফল করার জন্য সার্বিক সহয়োগিতা করা আমাদের সবার দায়িত্ব।এই বর্ধিত সভায় উপস্হিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,মুরাদনগর থানার সুযোগ্য অফিসার ইন চার্জ একেএম মনজুর
আলম,দৈনিক যুগান্ত কুমিল্লা ব্রুরো ও আরটিভির সাংবাদিক আবুল খায়ের,১৪ নং নবীপুর(পূর্ব) ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল হক মেম্বার, ১৪ নং নবীপুর(পূর্ব) ইউনিয়নের সদস্য সাহেদুল হক সূজন,মুরাদনগর উপজেলার জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক শাহ আলম সহ আরো অন্যান্য পেশা জীবির মানুষ।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন ইজতেমার লাখো মুসল্লির জন্য থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।পুরো ইজতেমা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং কয়েকটি ওয়াচ টাওয়ার থাকবে।মুরাদনগর থানার সুযোগ্য অফিসার ইন চার্জ একেএম মনজুর আলম সব সময় ইজতেমা মাঠের মনিটরিং করচেছন।১৪ নং
নবীপুর(পূর্ব) ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল হক মেম্বার বলেন ইজতেমাকে সফল করার জন্য যে কোন সমস্যা মোকাবেলা করতে আমরা এলাকা বাসী মাঠে থাকব।
কুমিল্লা জেলার ১৬ টি উপজেলার মুসল্লিদের নিয়ে ২০ জুন শুরু হচ্ছে এই ইজতেমা। তবে ইজতেমায় যোগ দিতে বিদেশি মুসল্লিদের জন্য আর কোন বাধা নেই জানালেন আয়োজকরা।এই ইজতেমায় ১৬টি উপজেলা থেকে মুসল্লিরা আসবেন। ইজতেমা কে সফল করার জন্য ব্যস্ত এখন কুমিল্লা বাসী।
মাঠে এখন চলছে সামিয়ানা টাঙ্গানো, অজুখানা,টয়লেট, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ,বিদ্যু ও মঞ্চ নির্মাণের কাজ।জেলার প্রত্যন্ত এলাকা এবং আশে পাশের উপজেলা থেকে অনেকেই আসছেন ইজতেমা মাঠে কাজ করতে। তাবলীগ জামাতের তদারকিতে সবাই কাজ করছেন মনের আনন্দে।