মহামারি করোনার মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান গাঁজা বহন করে নিয়ে আসছে- গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ দল গতকাল সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি থানার দাউদকান্দি টোলপ্লাজার ১৬নং কাউন্টারের সামনে চেকপোস্ট স্থাপন করে পিকআপটি থামায়।
পরে পিকআপটি তল্লাশি করে আলুর বস্তা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতার করা হয় চালক মো. শাহিন (৩৪) ও তার সহকারী মো. লিটন আহম্মেদ ফারুককে (৩৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, র্দীঘদিন ধরে গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত দিয়ে সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।