মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ জন সদস্য, ১টি ষাড় গরু ও তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২০২২ইং বাঙ্গরা বাজার থানা পুলিশের এসআই কাজী শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে টনকী ইউনিয়নের চৈনপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশ থেকে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ২জন সদস্যকে আটক করেন। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ১টি ষাড় গরু ও চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (কুমিল্লা-ন: ১১-০০৫৮) গাড়ীটি উদ্ধার করা হয়।
আটককৃত আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য হলেন মুরাদনগর উপজেলার মেটংঘর গ্রামের দুলাল মিয়ার ছেলে আল-আমিন (২৭) এবং দেবিদ্বার উপজেলার মির্জাপুর গ্ৰামের মজিব মিয়ার ছেলে মোঃ সোহাগ (২১)।
উদ্ধারকৃত চুরি হওয়া গরুর মালিক টনকী গ্রামের তোফায়েল মিয়ার স্ত্রী সাহেনা খাতুন বাদী হয়ে বাংগরা বাজার থানায় আটককৃত চোরদের নামে পেনাল কোড ৩৮০/৪১১/৪৫৭ ধারায় (নং ০৬/২২) মামলা করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান: আটককৃত আন্তঃজেলা দুই চোর চক্রের সদস্যকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। আসামীদের মধ্যে আল-আমিনের নামে থানায় পূর্বে একাধিক চুরির মামলা রয়েছে।