কুমিল্লা জেলার আদর্শ সদরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ৩ কিশোর নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আদর্শ সদর উপজেলা আড়াইওরা এলাকার কাউসার হোসেনের ছেলে আহাদ হোসেন (১৪), ভুবনঘর এলাকার মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইওরা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান গিয়েছিল তারা। সেখান থেকে রাতে তিনজন বাইকে ঘুরতে বের হয়েছিল। এর মধ্যে দুইজন স্থানীয় ও আরেকজন ভিডিওগ্রাফার। পালপাড়া চৌরাস্তা এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম ঘটনার সত্যতা গনমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পরে নিহতদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি