কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন প্রায় দুই ঘন্টার বেশি সময় পরে অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এরইমধ্যে আগুনে পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি এবং একজন শিশু। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরো দুটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মিদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন গনমাধ্যমে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছে। আগুনের সুত্রপাত জানতে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি