৪ মাস আগে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে নতুন জামাকাপড় পড়িয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো কুড়িগ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। হারিয়ে যাওয়া শিশুটির নাম মোঃ উজ্জ্বল হোসেন (৯)। সে গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর মোঃ হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম রেল স্টেশন চত্বরে উজ্জ্বল হোসেন নামের শিশুটি এলোমেলো ভাবে চলাফেরা করতে থাকে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি মোবাইল টিম রেলস্টেশনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিশুটির চাচা মোঃ লুৎফর রহমান বলেন,আমার ভাতিজা উজ্জ্বল ৪ মাসে আগে বাড়ি থেকে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে তাকে পাই নাই। আজ কুড়িগ্রাম সদর থানা পুলিশের মাধ্যমে ভাতিজাকে খুঁজে পেলাম। তার বাবা বর্তমানে কাজ করতে চট্টগ্রামে গেছেন। পুলিশকে অনেক ধন্যবাদ জানাই।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রাম সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারে নাই। আমরা এসপি স্যারের নির্দেশে অনেক খোঁজ খবর করে শিশুটির পরিবারের সন্ধান পাই। তারা কুড়িগ্রাম থানায় এলে, শিশু সুরক্ষা সমাজকর্মী মো: রবিউল ইসলামকে ডেকে তার পরিবারের জিম্মায় দিয়েছি। এরকম মানবিক কাজটি করতে পেরে অনেক ভালো লাগছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি