কুড়িগ্রামের রৌমারীর চর শৌলমারী ইউনিয়নে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পর্শে হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু। নিহত শিশুরা হলো মাহি (৮) ও বিন্দিয়া (৬) তারা ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলাম ও বৃদ্ধি মিয়ার মেয়ে।
বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানাবসত বিদ্যুৎস্পর্শে হয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এসময় আরও এক শিশু গুরুত্ব আহত হয়। আহত ওই শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, আমার ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের সোনাপুরে দুই কন্যা শিশু বিদ্যুৎপৃষ্টে মারা গেছে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে থানা অপমৃত্যু মামলা করা হবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি