অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার সহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সোনাহাট বিওপির এলাকাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০০৯/এমপি এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দরের সভা কক্ষে এই সভা অুষ্ঠিত হয়।
সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ভারতের পক্ষে বিএসএফ ধুবরী সেক্টর ১৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী আশুতোষ শর্মা, পিএমএমএস।
বিজিবির পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম সহ অন্যান্য স্টাফ অফিসার গন এবং ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে ধুবরী সেক্টর অধীনস্থ ১৯, ৩১, এবং ১৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারগন উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানায়, সীমান্ত সমন্বয় সভায় বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিরীহ/নিরস্ত্র জনগণকে আহত করন, মাদকদ্রব্য পাচার, চোরাচালান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরি না করা এবং কাঁটাতারের বেঁড়া নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড সমুহ সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়। ফলপ্রসূ আলোচনা শেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সীমান্ত সমন্বয় সভা সমাপ্ত হয়।
আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩০ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি