কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা শিক্ষার্থীরা হলো আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।
মাদরাসাটির সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণীর প্রায় ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থী হাসপাতালে আসলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে ৭জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের তত্ত্বাবধানে রাখা হয়েছে ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরের দিকে হটাৎ বজ্রপাতে মাদরাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি