কুড়িগ্রামের চিলমারীতে ফেসবুক লাইভে এসে আত্মাহত্যার চেষ্টার পর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘরের গ্রিল ভেঙ্গে বাবুল সিদ্দিকী (৪০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ররিবার রাতে জেলার চিলমারী উপজেলা সবুজপাড়ায় এ ঘটনা ঘটে। আত্নহত্যার চেষ্টাকারী বাবুল সিদ্দিকী পেশায় একজন মোবাইল মেকানিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ১১ ডিসেম্বর রাতে চিলমারী সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্রস্তুতি নেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে চিলমারী থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল চিলমারীর সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকীর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বাবুল সিদ্দিকী ঘরের দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার সবরকম প্রস্তুতি শেষ করেছেন।
পরে জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
তার পরিবারের লোকজন জানায়, তিনি পূর্বেও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। গতকাল তিনি পরিবারের অজান্তে সাতটি ঘুমের বড়ি সেবন করেন। পরবর্তীতে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলের পরিবারের লোকজনের সাথে আলোচনা করেন এবং আত্মহত্যা থেকে বিরত থাকার কাউন্সিলিং করেন।
চিলমারী থানার ওসি আতিকুর রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মাহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ মারফত খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক।